• ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লালাবাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র পথসভা

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫
লালাবাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র পথসভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার লালাবাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে গণসংযোগ ও লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন।

এসময় তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন দেশে-বিদেশে লেখাপড়ার পাশাপাশি, সমাজসেবা ও রাজনীতির সাথে যুক্ত। তার মেধা ও যোগ্যতার ফলে আজ এই পর্যায়ে এসেছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে অন্যান্যদের থেকে আলাদা নজরে দেখেন। এজন্য বিএনপির মনোনয়ন বোর্ড তাকে অবশ্যই মুল্যায়ন করবেন বলে আমরা আশাবাদী। তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিনের নির্বাচনী প্রচারণায় আমরা যেখানেই যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ চায় তার মতো একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি বিএনপির প্রার্থী হয়ে আসবে। তবেই এই এলাকার আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

এর আগে, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে তার পক্ষে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, তেতলী, নাজিরবাজার ও লালাবাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও একই দিন বালাগঞ্জ উপজেলার বাংলাবাজার, জনকল্যাণ বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

পথসভা ও গণসংযোগে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন, নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান, শাহ নওয়াজ উদ্দিন, রুমেল আহমদ, শাহান আহমেদ, বিল্লাল আহমদ, করিম মিয়া, বাবুল মিয়া, সাইস্তা মিয়া প্রমুখ।