• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে বিএনপি কর্মীদের হামলা: ইবরাহীম আলীর পরিবারের ওপর সন্ত্রাসী তাণ্ডব

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
বিশ্বনাথে বিএনপি কর্মীদের হামলা: ইবরাহীম আলীর পরিবারের ওপর সন্ত্রাসী তাণ্ডব

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ছাত্রলীগ নেতা মোঃ ইবরাহীম আলী-এর ভাড়াবাড়িতে বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদের ওপর নৃশংস আক্রমণ করে। এ ঘটনায় দুই ভাই মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাটি ঘটে ১৩ আগস্ট ২০২৫ রাতে। ওই সময় ইবরাহীম আলীর ভাড়াবাড়িতে বিএনপি কর্মীরা হঠাৎ হামলা চালিয়ে ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। তারা তার বড় ভাই মাহমুদ আলী সুজন (৩৫) ও ছোট ভাই জুবায়ের আহমদ (২১)-এর ওপর বেধড়ক মারধর চালায়। এতে তারা গুরুতর আহত হন এবং পরে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।

এ সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে, “ইবরাহীম দেশে ফিরলে তাকেও দেখে নেওয়া হবে।” এতে পরিবার ও স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, এর আগে ১ এপ্রিল ২০২৫ তারিখেও বিএনপি কর্মীরা ইবরাহীম আলীর পূর্বের বাসায় হামলা চালিয়েছিল। সেদিন তারা তার বড় ভাইকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং কয়েক ঘণ্টা নির্যাতনের পর ছেড়ে দেয়। ওই ঘটনার পর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার কারণে আগের বাসা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন।

ইবরাহীম আলী স্থানীয়ভাবে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশের বাইরে থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার পরিবারকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ধরনের পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিবার নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।