• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় প্রবাসী আজাদ আহমেদের বাড়িতে হামলা

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভালকি গ্রামে প্রবাসী মো. আজাদ আহমেদের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী গ্রুপ হিসেবে পরিচিত “বিধান গ্রুপ” এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গত কয়েকদিন আগে সংঘটিত এ ঘটনায় আজাদ আহমেদকে বাসায় না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা গেছে, রাজনৈতিক আক্রোশ থেকেই এ হামলা চালানো হয়েছে। এর আগে ২০১৬ সালেও একই গ্রুপের আরেক নেতা জামাল আহমেদের নেতৃত্বে সিলেট শহরে আজাদ আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। “বিধান গ্রুপ” নামে পরিচিত এই সন্ত্রাসী চক্র একাধিকবার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পেলে তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আজাদ আহমেদ দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখান থেকে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।