• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুত্র হত্যার বিচারের দাবিতে আমরণ অনশনে রায়হানের মা

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
পুত্র হত্যার বিচারের দাবিতে আমরণ অনশনে রায়হানের মা

নিজস্ব প্রতিবেদক:: যেখানে নির্যাতন করে আদরের ধনকে নিহত করা হয়েছিল, সেই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনেই আমরণ অনশন করছেন নিহত রায়হানের মা।

আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে রায়হানের মা সালমা বেগম আমরণ অনশন শুরু করেন।

আমরণ অনশনে রায়হানের মায়ের সাথে রয়েছেন, তার চাচা-চাচী, মামা, খালা, আত্মীয়স্বজনসহ আখালিয়া এলাকাবাসী।

এসময় রায়হান আহমদ মা বলেন, আমি যেখানে আমাদের আদরের ধনকে হারিয়েছি, সেখানেই আমরণ অনশন শুরু করছি। আকবর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে করেন, রায়হান নিহতের ঘটনায় বরখাস্তকৃত ৮ পুলিশ সদস্যকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। নিহতের ১৩ দিন হলেও কেন ঘটনার মূল হোতা এসআই আকবরকে গ্রেপ্তার করছে না পুলিশ। এসআই আকবরসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।