• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের “পোস্টার প্রেজেন্টেশন ডে” অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের “পোস্টার প্রেজেন্টেশন ডে” অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগে রোববার (৩০ নভেম্বর) আন্তঃ সেমিস্টার পোস্টার প্রেজেন্টেশন ডে অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির শিক্ষক মোঃ মাহদী হাসান ফাগুনের উদ্যোগে আয়োজন করা এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীরা বিভিন্ন আইনি, সামাজিক ও গবেষণাধর্মী বিষয় নিয়ে তাঁদের পোস্টার উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল। তিনি শিক্ষার্থীদের উদ্যোগ, উপস্থাপনা দক্ষতা এবং গবেষণামুখী মানসিকতার প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ আইনজীবী হিসেবে প্রস্তুত হওয়ার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুন নবী রুপক তিনি তাঁর বক্তব্যে বলেন, “একজন সফল আইনবিদ হতে শুধু পাঠ্যপুস্তক জানা যথেষ্ট নয় বস্তুনিষ্ঠ চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা, সঠিক উপস্থাপন এবং গবেষণা মনোভাব গড়ে তোলাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”

বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের কাজ পর্যালোচনা করে মূল্যবান পরামর্শ প্রদান করেন। তাঁদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক সমৃদ্ধ ও শিক্ষণীয় পরিবেশ তৈরি করে।

শিক্ষার্থীদের সুন্দর উপস্থাপনা, গবেষণায় আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ এ বিভাগের একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতারই প্রতিফলন।