
ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এমপি অফিস ১০ ডাউনিং স্ট্রিট’র সম্মুখে ড. ইউনুসের ক্যাঙ্গারু কোর্টের ষড়যন্ত্রমূলক রায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে ক্যাঙ্গারু কোর্টের ষড়যন্ত্রমূলক রায়ের বিরুদ্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে স্বারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, বঙ্গবন্ধু পরিবারসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ সরকার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ষড়যন্ত্রমূলক যে রায় দিয়েছে, তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এই অবৈধ রায় ঘোষণার আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে অসাংবিধানিক, জবর দখলকারী ইউনুস সরকারের ক্যাঙ্গারু কোর্টের প্রহসনমূলক বিচারের রায়ের বিরুদ্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, আল জাবের আহমদ রুম্মান, কাওছার আনোয়ার জুনেদ, আবু তালেব সাজিদ, রেজা মাহবুব লস্কর, তানজিনা আক্তার প্রমুখ।