• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিজয় দিবসে সিলেট মহানগর যুব জমিয়তের আলোচনা ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
বিজয় দিবসে সিলেট মহানগর যুব জমিয়তের আলোচনা ও দোয়া মাহফিল

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১১টায় সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন,”স্বাধীনতা মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য ছিল শোষণমুক্ত, ইনসাফভিত্তিক এবং সাম্য ও মানবিক মর্যাদাসম্পন্ন একটি রাষ্ট্র গঠন করা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজ ও তৌহিদী জনতা সবসময় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে গেছে এবং ভবিষ্যতেও যাবে।” তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশপ্রেম ঈমানের অঙ্গ। তাই দেশের ক্রান্তিলগ্নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। একটি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের কোনো বিকল্প নেই। যুব জমিয়তের প্রতিটি কর্মীকে আর্তমানবতার সেবা এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা আব্দুল হাসিব খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন এবং দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, নির্বাহী সদস্য মাওলানা ফজলুল করিম, মুফতী খলিলুর রহমান মাসুম, হাফিজ আব্দুল হাদি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।