
হৃদয় একাত্তর, লন্ডনের উদ্যোগে, স্থানীয় দি রয়েল রিজেন্সিতে হাজারো মানুষের উপস্থিতিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) হৃদয়ে একাত্তর চেতনায় বিশ্বাসী লন্ডন প্রবাসী বঙ্গবন্ধুর সৈনিকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হলভর্তি দর্শকদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সর্বস্তরের মানুষেরা মহান বিজয় দিবস উদযাপন করেন।
এতে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, মুক্তিযোদ্ধাদের শপথ গ্রহণ গ্রহণ, স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ডকুমেন্টারি, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, ক্ষুদ্র নাটিকা অভিনয়ের মাধ্যমে বর্তমান সরকারের অগণতান্ত্রিক কার্যক্রম তোলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

পুরো অনুষ্টানে উপস্থিত ছিলেন ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক আল জাবের আহমদ রুম্মান, রেজা মাহবুব লস্কর, মো: কবির হোসেন, আবু তালেব সাজিদ, তানজিনা আক্তার, নাইম আহমেদ প্রমুখ।