• ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রজব, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতা আশিকুর রহমানের বাড়িতে হামলা, ভাংচুর

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪

বানিয়াচং প্রতিনিধি : সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা আশিকুর রহমানের বাড়িতে ১০ আগষ্ট ২০২৪ তারিখে হামলা ও ভাংচুর ঘটনা ঘটে।

আশিকুর রহমান হবিগঞ্জের বানিয়াচংয়ের ৫নং দৌলতপুর ইউনিয়নের শাখাইতি গ্রামের রেবা আক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর পরই স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠে । দেশে শুরু হয় নির্মম অত্যাচার, নির্যাতন, গুম, হত্যা, ডাকাতি, ধর্ষন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১০ই আগস্ট গভীর রাতে অস্ত্রধারী কালো মুখোশ পরা একদল সন্ত্রাসী আশিকুর রহমানকে হত্যা করার জন্য তার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আশিকুর রহমানকে খুজতে থাকে এসময় তার মা ও স্ত্রী সামান্য প্রতিবাদ করলে স্ত্রীকে অস্ত্রের আঘাতে রক্তাক্ত, নির্যাতন করে এবং তাহাদের অর্জিত সব সম্পত্তি সন্ত্রাসীরা লুটপাট ও ভাংচুর করে নিয়ে যায়। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হলে আশিকুর রহমানের স্ত্রীকে চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরেরদিন সকালে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।

ঘটনার বিষয়ে আশিকুর রহমান এর মা রেবা বেগম বলেন, বিএনপি-জামাতের ক্যাডাররা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। তার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে এ হামলা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে স্থানীয় বিএনপি জামাতের ক্যাডারদের ভয়ে আশিকুর রহমান এর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।