• ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রজব, ১৪৪৭ হিজরি

নদী খননের দাবীতে কোদাল, শাবল, টুকরী নিয়ে প্রতিকী কর্মসূচী ৩১ ডিসেম্বর

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
নদী খননের দাবীতে কোদাল, শাবল, টুকরী নিয়ে প্রতিকী কর্মসূচী ৩১ ডিসেম্বর

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩০ মিনিটের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির শপথ গ্রহণ, ৫ মে হতে ১ নভেম্বর পর্যন্ত সাংগঠনিক কর্মসূচীতে অগ্রনী ভূমিকা রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান ও ১ নভেম্বর প্রতিকী জাতীয় যুব ২০২৫ সফলে ভূমিকার রাখায় আন্তরিক সদস্যদের মধ্যে যুব সংগঠক স্মারক প্রদান কর্মসূচী ২৬ ডিসেম্বর শুক্রবার তারিখ পরিবর্তন করে ১৬ জানুয়ারী ২০২৬ শুক্রবার বিকাল ২.৩০ ঘটিকায় নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫ খ্রীষ্টাব্দের আগামী ৩১ ডিসেম্বর বুধবার বিকাল ২.৩০ ঘটিকায় নদী খননের দাবীতে কোদাল, শাবল, টুকরী নিয়ে প্রতিকী কর্মসূচী ও ২৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের ৩৪তম বা শেষ সাপ্তাহিক সভা এবং সিলেট মহানগরীর সুরমা নদীর দুই পাশে বসবাসরত নাগরিকদের জীবনমান রক্ষায় জলাবদ্ধতা নিরসনে নদী খননের দাবীতে কোদাল, শাবল, টুকরী নিয়ে ৩১ ডিসেম্বর প্রতিকী কর্মসূচী সফলে বিশেষ প্রস্তুতি সভার উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক নাহিদ-আল- নাহিয়ান রাহাত, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সিলেট মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সিলেট জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, নেতৃবৃন্দদের মধ্য থেকে সুধাংশু শেখর দাস, শংকর বিশ্বাস, আসলাম আল মাহির ও সাফওয়ান চৌধুরী।