
সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারী) সকাল ১১টায় শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম ও মন্দির প্রাঙ্গণে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট নগরের মিরাবাজারস্থ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক পরমপুজ্যপাদ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ। ২০২৬ খ্রীষ্টাব্দ থেকে ২০২৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত ৩ বছর মেয়াদী ৬১ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সন্তু দাশ, অ্যাডভোকেট দেবতোষ দেব, উপদেষ্টা রবিন্দ্র দেব রবি, অসিত বরণ দে, অমল দে, অরুণ তালুকদার, বলাই দত্ত, প্রেমতোষ দাস, অ্যাডভোকেট দিপক দত্ত, নৃপ্রেন্দ্র দাস, নির্মল দে, প্রদীপ দেব, নিকেতন দাস, কনক জ্যোতি মজুমদার ও দেবজ্যোতি মজুমদার।
রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক পরমপুজ্যপাদ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজের আশীর্বাদক্রমে সদ্য বিদায়ী সভাপতি অরবিন্দু দাশ নবগঠিত পরিচালনা কমিটিকে শপথবাক্য পাঠ করান।
২০২৬ খ্রীষ্টাব্দ থেকে ২০২৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত ৬১ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা হলেন-সভাপতি রিপন এষ চৌধুরী, সহ-সভাপতি সঞ্জয় দেব, সহ-সভাপতি রাশেন্দ্র দেব বাবুল, সহ-সভাপতি নৃপেন্দ দেব নিপু, সহ-সভাপতি নিখিল দে, সহ-সভাপতি সঞ্জয় দেব (সঞ্চু), সহ-সভাপতি জ্যোতিষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুমিত দেব, সহ-সাধারণ সম্পাদক অর্পন কুমার ঘোষ, সহ-সাধারণ সম্পাদক রিপন ঘোষ, সহ-সাধারণ সম্পাদক প্রানেশ চন্দ, সহ-সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস ভক্ত, অর্থ সম্পাদক দিপু কপালী, সহ-অর্থ সম্পাদক প্রণব চন্দ পাপ্পু, সহ-অর্থ সম্পাদক প্রদ্দৎ চন্দ, সাংগঠনিক সম্পাদক অশোক রঞ্জন দাস অপু, সাংগঠনিক সম্পাদক রজত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ, সাংগঠনিক সম্পাদক জুয়েল দাস, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ পাল, সাংগঠনিক সম্পাদক রাজু দেব, প্রার্থনা পরিচালনা সম্পাদক সঞ্জিত রায়, সহ-প্রার্থনা পরিচালনা সম্পাদক রাজু চন্দ, সহ-প্রার্থনা পরিচালনা সম্পাদক আদর দাস, সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ, সহ-সাংস্কৃতিক সম্পাদক রিংকু চক্রবর্তী, প্রচার সম্পাদক জয় সেনাপতি, সহ-প্রচার সম্পাদক শৈলেন দাস, দপ্তর সম্পাদক অপু দে, সহ-দপ্তর সম্পাদক শিবু সেন, মহিলা সম্পাদিকা পূর্নিমা দাশ, মহিলা সম্পাদিকা বনলতা দাস বাপ্পী, সম্মানিত সদস্য অজয় তালুকদার, বিক্রম চন্দ, মৃনাল সেন সুকৃতি ভূষন দেব সিন্টু, বাচ্চু পাঠক, লিটন পাল, সুজিত ধর, অপরেশ দাস অপু, প্রশান্ত লিটন রূপন দে, সুরঞ্জিত তালুকদার দিপু, মনোজ দত্ত মুন্না, শংকর দে, মিটু দাস, প্রসেনজিৎ চন্দ পিন্টু, দেবাশীষ শ্যাম তপু, দিপক দাস, ঝলক দাস, লিটন চন্দ্র, সজীব চক্রবর্তী, বিজিত দাস, কানাই ঘোষ, লিটন দেব, তপু দেব, মলয় কর, বিজিত দেব, বিষু দাস, বিধান দাশ ও সুব্রত রায়।

নবগঠিত সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক অরবিন্দু দাশ, সমন্বয়ক প্রজিত মোদক, সমন্বয়ক জগদিশ দাস, সমন্বয়ক সাবলু পাঠক, সমন্বয়ক বিবেক দাশ। গত ১৯ ডিসেম্বর ২০২৫ইং শুক্রবার সকাল ১১টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি গঠনের জন্য এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে অবস্থিত করেরপাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করা হয়।
আগামী ১৬ জানুয়ারী শুক্রবার রাত ৮টায় নবগঠিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সভাপতি রিপন এষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমিত দেব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
ক্যাপশন: সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট নগরের মিরাবাজারস্থ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক পরমপুজ্যপাদ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ সহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।