• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুক্তরাজ্যে প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুক্তরাজ্যে প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী মিষ্টি তালুকদার, বিউটি শীল ও সাদমান।

দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধভিত্তিক গানে দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, বাংলাদেশ সরকারের সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চোধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্যা হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ও ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সভাপতি বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা আল জাবের আহমেদ রুম্মান, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা রেজা মাহমুব লস্কর, ছাত্রলীগ নেতা আহমেদ আবরার জামি, যুবলীগ নেতা জুবায়ের আহমদ সানি, ছাত্রলীগ নেতা মো: জাহিদ হোসেন, মৌলভীবাজার উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহমিদ আহমদ, জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আয়শা সিদ্দিকা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র গঠনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথাও আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হেলাল চৌধুরী সেলিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. মতবীর হোসেন ছুটু।
প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।