• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালের কুশল বিনিময় অব্যাহত

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালের কুশল বিনিময় অব্যাহত

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর ১৭নং ওয়ার্ডের কাজিটুলা বাজারে সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন। এসময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ,সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ,স্হানীয় নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত মামুন বেপারি, নাজির আহমদ, রফিক আহমেদ, ফাহিম ইসলাম, ইমন আহমদ, মোঃ ঝুমন খান, মাহিন সাজ্জাদ প্রমূখ।

কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাসদ শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অবিচলভাবে কাজ করছে। এদেশের জনগণ দেখছে স্বাধীনতার পর সময় যত পেরোচ্ছে বৈষম্যও ততই বেড়ে চলেছে। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে দেশের জনগণ বারে বারে গণবিরোধী স্বৈরাচারী সরকার হটিয়েছে, অভ্যুত্থান করেছে। ’২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, জনতা রক্ত দিয়ে যে অভ্যুত্থান করে স্বৈরাচারী সরকারকে হটালো, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারাও গণমানুষের স্বার্থের বদলে সংস্কার, আদেশ, গণভোট ইত্যাদি অপ্রয়োজনীয় বিতর্কে সময়ক্ষেপণ করছে।

প্রণব জ্যোতি পাল, সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু, সিলেট নগরীর জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সংকট নিরসনের আহ্বান জানান।