• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাহেদের মুক্তি দাবি করলেন ফরহাদ চৌধুরী শামীম

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
সাহেদের মুক্তি দাবি করলেন ফরহাদ চৌধুরী শামীম

একুশে নিউজ ডেস্ক:: ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন সাহেদকে শনিবার গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

শনিবার এক বিবৃতিতে ফরহাদ চৌধুরী শামীম বলেন, ফ্যাসিষ্ট সরকারের পায়ের নিচে মাঠি নেই উল্লেখ করে বলেন নিশি রাতের সরকার ভিন্নমতের নেতাকর্মীদের নিশি রাতে গ্রেফতার করে দমন পীড়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বিবৃতিতে তিনি বলেন দমন পীড়নের পরিনতি কখনো ভালো হয়না।