• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের প্রথম ‘নারী ভাইস প্রেসিডেন্ট’ কমলা

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
যুক্তরাষ্ট্রের প্রথম ‘নারী ভাইস প্রেসিডেন্ট’ কমলা

আন্তজার্তিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে শুরু থেকেই কমলা হ্যারিসকে ঘিরে প্রাচ্যের মানুষের মধ্যে আগ্রহের কমতি ছিল না।

তিনি নির্বাচিত হওয়ার কারণে এ অঞ্চলের মানুষের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। এমনকি কমলা যেন নির্বাচিত হন সেজন্য ভারতে পূজা পর্যন্ত করা হয়েছে।

কমলা হ্যারিস ও তার রানিং মেট জো বাইডেন এরই মধ্যে ২৯০ ইলেক্টরাল ভোটে জয়ী হয়েছেন। জেতার জন্য ২৭০ ইলেক্টরাল ভোটের দরকার ছিল। তবে আরো তিন রাজ্যের ফল বাকি থাকতেই তারা জয়ের দেখা পেলেন।

কমলা হ্যারিস বলেছেন, এই নির্বাচন জো বাইডেন কিংবা আমার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমেরিকার আত্মা এবং এটার জন্য আমরা সর্বোচ্চ লড়াই করেছি। আমাদের একসঙ্গে অনেক কাজ করার আছে। চলুন শুরু করা যাক।

জো বাইডেনকে উদ্দেশ্য করে কমলা বলেছেন, আপনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার সিনেটর ছিলেন কমলা। কমলার মা শ্যামলা গোপালান ছিলেন ভারতীয় নাগরিক। পেশায় জীববিজ্ঞানী ও গবেষক। কাজের খোঁজে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। আর বাবা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকা থেকে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ক্যালিফোর্নিয়া থেকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন তিনি। এবার তো ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে জায়গা করে নিলেন।