• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ আটক ২

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের মধ্যবাজারে থানা গেইটের সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে একটি মাইক্রোবাস করে গাঁজা বহনকালে থানা পুলিশের একটি দল মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র আলী আশরাফ ওরফে লিটন (২৭) একই এলাকার সৈয়দ উল্লার পুত্র সাব্বির মিয়া (২৭)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

শনিবার বিকালে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।