একুশে নিউজ প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ অভিযান চালিয়ে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জান যায়, রোববার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান শ্রীমঙ্গল উপজেলার ৭টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক মো.আল আমিন ও র্যাব-৯ এর মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম।
অভিযানে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে কুমিল্লা বানিজ্যালয় ২০ হাজার টাকা, মিলন টেডার্সকে ১৫ হাজার,গরীবের বন্ধু
আড়ৎকে ৭ হাজার, মেসার্স জয় গুরু ভান্ডারকে ১০ হাজার, শ্রী লক্ষী ভান্ডারকে ২০ হাজার, মেসার্স গোবিন্দ ভান্ডার১৫ হাজার, খাঁন বানিজ্যলয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি এ, কে, এম, কামরুজ্জামান।