• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আদালতে আকবরের পক্ষে দাঁড়াননি কোন আইনজীবী

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
আদালতে আকবরের পক্ষে দাঁড়াননি কোন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:: বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তারকৃত আকবর হোসেন ভূইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

আদালতে আকবরের পক্ষে কোন আইনজীবীকে দাঁড়াতে দেখা যায় নি। সিনিয়র আইনজীবীরা জানান, আকবর জঘন্য কাজ করেছে। যা সিলেটের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। এমন ন্যাক্কারজনক ঘটনার কারনে সিলেটের কোন আইনজীবী-ই আকবরের পাশে দাঁড়াননি।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন জানান, রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য আমরা আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাই। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা দেড়টার দিকে আকবরকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কঠোর নিরাপত্তার বেষ্টনির মধ্য দিয়েই আকবরকে আদালতে নেওয়া হয়।