• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে মাল্টা বাগানের গাছ কর্তন করে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি, অভিযোগ

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
সিলেটে মাল্টা বাগানের গাছ কর্তন করে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি, অভিযোগ

একুশে নিউজ ডেস্ক::  সিলেটের জালালাবাদ থানাধীন বরগুল গ্রামে পুর্ব শত্রæতার জেরে এক মহিলার মাল্টা বাগানের গাছ জোরপূর্বক কেটে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করেছে প্রতিপক্ষ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বরগুল গ্রামের শাহ অলিউল্লাহ রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পেছনের রুমা বেগমের মাল্টা বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুমা বেগম বাদী হয়ে জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, স্থানীয় বরগুল গ্রামের মো. রইছ আলী, খালেদ রহমানের সাথে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ আক্রোশে বৃহস্পতিবার সন্ধ্যায় রইছ ও খালেদ রুমা বেগমের মাল্টা বাগানে জোরপূর্বক গাছ কাটতে শুরু করেন। খবর পেয়ে রুমা বেগম গিয়ে তাদেরকে বাধা দেন। তখন রইছ ও খালেদ রুমা বেগমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে ও পরণের জামা ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায়। গাছ কেটে তারা প্রায় এক লক্ষ ২০ হাজার টাকায় ক্ষয়ক্ষতি করে। রুমা বেগম হামলায় গুরুতর আহত হলে আশপাশের লোকজন উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

রুমা বেগম জানান, এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের পর প্রতিপক্ষরা তাকে নানা ধরণের হুমকি ধমকি দিয়ে আসছে। অভিযোগ তুলে নিতে তারা চাপ সৃষ্টি করছে।

অভিযোগ ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ।