একুশে নিউজ প্রতিবেদক :: বালাগঞ্জে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বেতারের পরিচালক মো. ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ উল্লাহ বাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন।
এদিকে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ সদর এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস। সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম।
ইউনিয়ন তথ্য সেবা সহযোগী ছালেহ আহমদ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ থানার এএসআই এনামুল হক, আকাশ চৌধুরী, ইউপি সদস্য এসএম শাহেদ, আইয়ুব আলী, মো. আহমদ আলী, আব্দুল জলিল বেবী, শামসুল ইসলাম হিরণ, শামীম আহমদ, রাধা রাণী দাস, শাহেলা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল বশির, ইউপি সচিব মোহাম্মদ ইয়াহিয়া ছিদ্দিক, সূচনা কর্মকর্তা ঝন্টু পাল, ইউনিয়ন হিসাব রক্ষণ কর্মকর্তা গবিন্দ চন্দ্র, উপজেলা কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর রুমানা দাস রিমা, সমাজকর্মী কাওসার আহমদ প্রমুখ।