নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামী তাহের মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে হাদারপার থেকে গোয়াইনঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাহের জাফলং নয়াবাস্তির বাসিন্দা ও মামলার ২ নং আসামী পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলিম উদ্দীনের শ্যালক। আলিম এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জাফলং এলাকার বাসিন্দা ও গোয়াইনঘাট কলেজের ওই ছাত্রীকে ধর্ষণ ও তার অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে তাহের। এতে তার দুলাভাই আলিম উদ্দিন সহযোগিতা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় সম্প্রতি মামলা করেন ওই ছাত্রী। তাহেরের বাড়ি বিছনাকান্দি হলেও সে দীর্ঘদিন ধরে দুলা ভাই আলিম উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছে।
রোববার দুপুরে এসআই জুনেল ও এএসআই সুফিয়ান অভিযান করে প্রধান আসামী তাহের মিয়াকে গ্রেপ্তার করে। মামলার ২ নাম্বর আসামী আলিম উদ্দীন পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ মামলার প্রধান আসামী তাহের মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাদারপার থেকে তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ২ নাম্বর আসামী আলিম উদ্দীন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।