• ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

রেড ক্রিসেন্ট’র নির্বাচন: বাবুল-জামিল পরিষদের মনোনয়ন দাখিল

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
রেড ক্রিসেন্ট’র নির্বাচন: বাবুল-জামিল পরিষদের মনোনয়ন দাখিল

একুশে নিউজ ডেস্ক:: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২৩ সেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন বাবুল-জামিল পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রশিদ রেনু ও রেড ক্রিসেন্টের উপ-পরিচালক ও সচিব মো. আবদুস সালাম এর কাছে মনোনয়ন জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্টের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মস্তাক আহমদ পলাশ।

২০২১-২০২৩ তিনবছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বাবুল-জামিল পরিষদের প্রার্থীরা হলেন-ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন, মস্তাক আহমদ পলাশ।

উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদ এর নির্বাচন ও প্রথম সাধারণ পরিষদ এর সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।