• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে প্রধানমন্ত্রীর উপহার বসতঘরের উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
তাহিরপুরে প্রধানমন্ত্রীর উপহার বসতঘরের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নির্মিত ১০টি সেমিপাকা বসতঘরের চাবি হস্তান্তর করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বৃহস্পতিবার বিকেল ৩টায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে বসতঘরের চাবি হস্তান্তর শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই আগত অতিথিদের জন্য একটি স্বাগত গান পরিবেশন করেন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী সেই সাথে তাদের সুন্দর নৃত্য পরিবেশনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।