• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
হবিগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের মাদক নির্মূল শক্তি কমিটির সভাপতি সাব্বির আহমেদকে গাঁজাসহ গ্রেফতার করেছে বিজিবি। তিনি দেওরগাছ গ্রামের সাবেক ইউপি সদস্য প্রয়াত রজব আলীর ছেলে। শুক্রবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিজিবি।

বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি সদস্য চুনারুঘাট উপজেলার সীমান্ত ১৯৯৬ এর ৬ এস পিলার থেকে ৩ কিলোমিটার অভ্যন্তরে হাপ্টার হাওর নামক স্থান থেকে তাকে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা মোটরবাইকটিও আটক করে বিজিবি।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী।