• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

আম্বরখানায় ট্রাক চাপায় এক যুবক নিহত

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২০
আম্বরখানায় ট্রাক চাপায় এক যুবক নিহত

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেট নগরীর আম্বরখানায় ট্রাক চাপায় ইমরান ডালি (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।সে বিমানবন্দরের রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে আম্বরখানাস্থ পলাশ হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ইমরান আম্বরখানাস্থ হোটেল পলাশের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় অপর প্রান্ত থেকে দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।