• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ড. মোমেনের সুস্থতা কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
ড. মোমেনের সুস্থতা কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

একুশে নিউজ ডেস্ক:: ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী ড. মোমেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত আরোগ্য লাভ করে তার গুরুদায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. লোটে শেরিং।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি পৃথক এক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া ভুটানের পররাষ্ট্র সচিব কিংয়া সিংয়া বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে লেখা এক বার্তায় তার দ্রুত আরোগ্য কামনা করেন।