• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় পণ্যসহ মো. আরিফ মিয়া (২০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃত ওই যুবক জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে জৈন্তাপুরের চান্দঘাট গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ’র বাড়ির রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৩০ পিস Chips Shoes সহ তাকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।