• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২১
বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

একুশেনিউজ ডেস্ক::
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে মাববন্ধন কর্মসুচী পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজ ও খালেদুর রশীদ ঝলক।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি। এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। দিনদিন চাল, ডাল, তেল, শাকসবজি দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে অবৈধ সরকার সম্পূর্ণ ব্যর্থ।
বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অসহনীয় পর্যায়ে পৌছেছে। সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত। ভোটবিহীন সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। নতুবা সিলেট থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে অতীতের ন্যায় দূর্বার আন্দোলন গড়ে তুলে পদত্যাগে বাধ্য করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, আলতাফ হোসেন বিলাল, আবুল খায়ের, নাজিম উদ্দিন, মিজানুর রহমান ডিপজল, সুমন শিকদার, জয়নাল আবেদীন, শামীম আহমেদ, আব্দুল হান্নান, তছির আলী, অর্পন কুমার ঘোষ, দিলাল আহমদ, সিদ্দিক আলী, মামুন আহমদ, আক্তার আলী, আবুল কালাম, দেওয়ান নিজাম খান, সাজিদুল করিম শাহিন, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, আব্দুল আহাদ পারভেজ, মনোয়ার হোসেন খলিল, হাসান আহমদ, নাহিদ হোসাইন, বিলাল খান, মাসুক গাজি, মখলিছ মিয়া, সাইদুর এনাম চৌধুরী লাহিন চৌধুরী, শামীম আহমদ লোকমান, আব্দুল্লাহ আল মামুন, জিএম সুমন, মইন উদ্দিন, মিসবাহ উদ্দিন, এইচ এম লিমন, দেওয়ার হোসেন প্রধান, মুমিনুর রহমান জনি, আব্দুল আউয়াল, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, ফয়েজ আহমদ সম্রাট, রাশেদ আহমদ সাদ্দাম, শহীদ আহমদ, সুমন আহমদ, মুক্তাদির আলম, শামীম আহমদ, সানিউর রহমান শায়েস্তা, আব্দুল কুদ্দুছ, মূসা মিয়া, মামুন আহমদ, ছানাউর রহমান, জাহেদ আহমদ, শাকিল আহমদ, মোবারক উদ্দিন, রাসেল আহমদ প্রমুখ।