একুশেনিউজ ডেস্ক::
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্দর-চৌহাট্টা সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পাল এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বাসদ নেতা এডভোকেট মঈনুর রহমান মগনু, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, সন্দীপ নায়েক, রিকশা শ্রমিক ফ্রন্ট নেতা বরকত মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার আহŸায়ক সনজয় শর্মা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক গত ১ জানুয়ারী থেকে সড়কের সৌন্দর্য বর্ধনের নামে কিছু সংখ্যকের মোটরযান নির্বিঘেœ চলাচলের স্বার্থে বন্দর-চৌহাট্টা সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থ পরিপন্থী। করোনায় বিপর্যস্থ শ্রমজীবীরা। স্বকর্মসংস্থানে রিক্সা, ভ্যান চালিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করে এসব শ্রমজীবীদের একটি অংশ। রিক্সা, ভ্যান চলাচল বন্ধ হওয়ার ফলে শ্রমিকদের আয় কমে যাবে, অনেক শ্রমিক বেকার হয়ে যাবে। যা অমানবিক।
বক্তারা বলেন, বন্দর বাজার -চৌহাট্টা সড়কে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি ছাত্রছাত্রীদের যাতায়াতের প্রধান বাহন রিক্সা। ফলে রিক্সাচলাচল বন্ধ হওয়ার ফলে ভোগান্তিতে পড়বে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর।
বক্তারা বলেন, নগরীর প্রাণকেন্দ্র বন্দর-চৌহাট্টা। এই সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধ হওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হবেন ছোট, মাঝারি, বিপনি, বিতানের ব্যবসায়ীরা। এমনিতে এসব ব্যবসায়ীরা করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা শ্রমজীবী মানুষের আহার কেড়ে নয়। আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা ছোট-মাঝারি ব্যবসায়ীর ক্ষতি করে নয়। আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই, তবে তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীর স্বাভাবিক চলাচল বিঘœ করে নয়; আমরা উন্নয়ন বা সৌন্দর্য চাই; তবে তা মরনফাঁদে শিক্ষক আব্দুল বাসিত মোহাম্মদ এর মৃত্যুর মধ্য দিয়ে নয়।
বক্তারা বলেন, ইতিমধ্যে সিলেট কর্পোরেশন কে সকলের বাসযোগ্য নগরীর গড়ে তুলতে মেয়র ব্যর্থ হয়েছেন। অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে সাধারণ মানুষের চলাচলে নাভিশ্বাস উঠছে। জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকটের সমাধান আজও হয়নি।
বক্তারা, জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে বন্দর -জিন্দাবাজার -চৌহাট্টা সড়কে রিক্সা, ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার আহ্বান জানান।