• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাস্কর্যবিরোধী বক্তব্য : সিলেট থেকে ফিরিয়ে দেওয়া হলো হেফাজতের আরেক নেতাকে

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২১
ভাস্কর্যবিরোধী বক্তব্য : সিলেট থেকে ফিরিয়ে দেওয়া হলো হেফাজতের আরেক নেতাকে

গোলাপগঞ্জ প্রতিনিধি::
সিলেটের গোলাপগঞ্জে এবার প্রশাসনের আপত্তিতে মঞ্চে উঠতে পারেননি ভাস্কর্য বিরোধী বক্তব্য প্রদানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের সাব-রেজিষ্টারী অফিস সংলগ্ন মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ, গোলাপগঞ্জের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে বয়ান করার কথা ছিল তার।
কিন্তু মাহফিলে এসে উপস্থিত হলেও প্রশাসনের বাধায় শেষ পর্যন্ত বয়ান না করেই চলে যেতে হয় তাকে।

এর আগে গত ১২ জানুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে হেফাজতের মহাসচিব মুফতি মামুনুল হককেও বয়ান করতে দেয়নি পুলিশ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, খালেদ সাইফুল্লাহ আইয়ূবীর বক্তব্যে আইনশৃঙ্খলার অবনতি হবে এমন আশংকা থেকেই তাকে বয়ান করতে বাধা দেওয়া হয়েছে।