একুশে নিউজ:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতকে তৃনমূল আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জস্থ তানজিনা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, ছাতক উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আবদুস সহিদ মুহিতের সভাপতিত্বে ও এডভোকেট মাসুম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আতিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট আবদুল আজাদ রুমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ তারেক হাসান দাউদ পীর, সুনামগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি রফিকুল ইসলাম তাহের, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, কামরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, পীর আমিনুল ইসলাম টুনু, আবু সাঈদ তুহিন, আমিরুল ইসলাম, এমএ কাদির, আতাউর রহমান বাবলু, মকসুদ আহমদ, জহিরুল হক, আশিকুর রহমান আশিক, ফয়জুর রহমান ফয়েজ, আবদুল আউয়াল মেম্বার, এটিএম কয়েছ, ফয়ছল আহমদ বাবুল, খলিলুর রহমান রুবেল, সাব্বির আহমদ, কবির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ আহমদ, শাহ আবুল কাশেম মারুফ, সমুজ আলী, জাহেদ হোসেন, আবু তাহের চৌধুরী, সাজ্জাদ আহমদ, সাইফুল ইসলাম সুমেল, নেপাল চন্দ্র দেবনাথ, লায়েক মিয়া, জবা রানী, রুনা বেগম, বুরহান উদ্দিন, আখলাকুর রহমান, অলিদ আহমদ, মজনু মিয়া, দুলাল মিয়া, সুমন আহমদ, আশিকুর রহমান, সায়েস্তা মিয়া, নজরুল ইসলাম, আছিয়া বেগম, আছনা বেগম, বিপাশা বেগম, আবদুল মতিন, হাবিবুর রহমান লেচু, আবদুল হাই প্রমুখ।
এর আগে বাদ যোহর গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় ছাতক উপজেলা তৃনমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।