একুশে ডেস্ক::
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ বলেন, দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বাধা প্রদান করা খবর দু:খজনক ও উদ্বেগের। একটি মুসলিম প্রধান দেশে ইসলামের শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আয়োজন এসব ওয়াজ মাহফিলে ক্রমাগত বাধা দেয়ার পরিণাম শুভ হবেনা। ওয়াজ মাহফিল আয়োজনে অনুমোদনের নামে নিয়ন্ত্রণ ও হয়রানি বন্ধ করতে হবে। অবাধ ও সুষ্ঠুভাবে ধর্মীয় সভা-সমাবেশ করতে সকল জটিলতার পথ বন্ধ করতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মাওলানা ফয়েজ আহমদ বলেন,খেলাফত প্রতিষ্ঠার কাজকে বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাড়া-মহল্লায় খেলাফত প্রতিষ্ঠার দূর্গ গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ক্বারী উবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কাজী জুনাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রব, প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম রব্বানী, অফিস ও প্রচার সম্পাদক মুফতী সৈয়দ নাছির উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক, বিয়ানিবাজার উপজেলা শাখার সভাপতি হাফিজ শিহাবুল ইসলাম প্রমুখ।