• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

এয়ারপোর্টে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ১

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০
এয়ারপোর্টে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ১

একুশে নিউজ:: শহরতলীর এয়ারপোর্ট থানা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার শিকার হয়েছেন এক নারী। আহত দিলারা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় এয়ারপোর্টের সাহেবের বাজারস্থ নাকচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত দিলারা বেগমের স্বামী আব্দুল মনাফ বাদি হয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ তিনি উলে­খ করেন, একই এলাকার আব্দুল মতিনের সাথে আহত দিলারা বেগমের স্বামী আব্দুল মনাফের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর সূত্র ধরে রোববার সকালে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আব্দুল মতিন। এর প্রতিবাদ করতে গেলে আব্দুল মনাফের স্ত্রী দিলারা বেগমের উপর হামলা চালান মতিন গংরা। হামলায় গুরুতর আহত হন মনাফের স্ত্রী দিলারা। তার আর্তচিৎকারে আব্দুল মনাফ এগিয়ে আসলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে আব্দুল মনাফ ও তার স্ত্রীকে বন্দুক তাঁক করে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার এসআই লুৎফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমের বক্তব্য জানলেও ভিন্নমত প্রকাশ করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন। তিনি বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। এছাড়া অভিযোগ দাখিলের ব্যাপারেও তিনি জ্ঞাত নয়।