নিজস্ব প্রতিবেদক::
এসএমপির এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগান এলাকায় শ^শুরবাড়িতে এসে ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৭ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বামী মো. আয়নুল হক কোতোয়ালী থানাধীন বাগবাড়ি এলাকার মাসুক মিয়ার পুত্র।
নিহত সুফিয়া বেগম এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের মিত্রিঙ্গা লাইন বরইতলা গ্রামে মৃত হারুন মিয়ার কন্যা।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিমানবন্দর থানার ওসি খান মো. মাইনুল জাকির।
তিনি জানান, ইনজেশকন পুশ করার কারনে গৃহবধূ সুফিয়া বেগম ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্র জানায়, প্রায় ৭ মাস পূর্বে আয়নুল হকের সাথে সুফিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। আয়নুল অনেক সময় সুফিয়াকে শারিরীক নির্যাতন করতেন। শনিবার (৬ মার্চ) আয়নুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে রাত ১২টার দিকে স্ত্রী সুফিয়া বেগমকে একটি ইনজেকশন পুশ করেন আয়নুল হক। ওই সময় নিহত সুফিয়া বেগমের বোন ইনজেশন পুশ করার বিষয়ে জানতে চাইলে তাকে আয়নুল জানায় শারীরিক অসুস্থতার কারণে তাকে ইনজেশন দেয়া হয়েছে। পরদিন রবিবার (৭ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে সুফিয়া বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।