• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে দক্ষিণ সুরমায় যুবদল নেতা জাহাঙ্গীর ও তারুণ সমাজসেবক জাকারিয়া’র বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২০
সিলেটে দক্ষিণ সুরমায় যুবদল নেতা জাহাঙ্গীর ও তারুণ সমাজসেবক জাকারিয়া’র বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্ট::
সিলেট দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আহমদ ও তরুণ সমাজসেবক জাকারিয়া আহমদ এর গ্রামের বাড়িতে গতকাল বুধবার রাত আনুমানিক ৯ টায় সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। তার মা খয়রুন নেছা গুরুতর আহত হন ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। তাদের মায়ের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

হামলার বিষয়ে আহত খয়রুন নেছার ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই হামলা পরিকল্পিত। আওয়ামীলীগ নেতা করিম মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের এই নেতার ষড়যন্ত্রের শিকার হয়ে হত্যা মামলার আসামী হয়ে আমার বাগনা জাহাঙ্গীর আহমদ কারাগারে ও জাকারিয়া আহমদ দেশ পলাতক রয়েছেন। উল্লেখ্য, যুবদল নেতা জাহাঙ্গীর আহমদ সেলিম আহমদ হত্যা মামলার প্রধান আসামী হয়ে কারাগারে ও একই হত্যা মামলার আসামী হয়ে জাকারিয়া আহমদ দেশ পলাতক রয়েছে।