
একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিনার হোসেন লিটনকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (১২ এপ্রিল) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম উক্ত নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, সরকার বিরোধী মতাবলম্ভী নেতাকর্মীদের গ্রেপ্তার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা মিনার হোসেন লিটনকে একটি ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি দাবি করেন ও এভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, নির্যাতনের স্টিম রোলার বন্ধ করার জোর দাবি জানান।