• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইওনিয়ারস লিমিটেড সিলেট শাখার উদ্বোধন

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২১
পাইওনিয়ারস লিমিটেড সিলেট শাখার উদ্বোধন

একুশেনিউজ ডেস্ক::
পাইওনিয়ারস এডুকেশন এডমিশন কনসাল্টেন্সি লিমিটেড সিলেট শাখার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় দক্ষিণ সুরমার কামাল বাজার রেলক্রসিং এর পাশে শাখাটি ফিতা কেটে উদ্বোধন করা হয়।

কামাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছহিফাগঞ্জ এসডি মাদরাসার সুপার মাওলানা আব্দুল রউফ। এসময় তিনি বলেন, সততা ব্যবসায় সফলতার অন্যতম চাবিকাঠি। লক্ষ্য যদি স্থির থাকে এবং নিয়ত যদি ভালো থাকে তবে যেকোন ব্যবসায় সফলতা অবশ্যম্ভাবী। পাইনিয়ারস শুধু ব্যবসা নয়, সেবার লক্ষ্যে যে যাত্রা শুরু করেছে এই যাত্রা দীর্ঘ হবে এই প্রত্যাশা করছি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উক্ত শাখার ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ এসডি মাদরাসার শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক মো. জিয়াউর রহমান ও সার্ভেয়ার সিলেটের ইন্সট্রাক্টর তোরাব আলী।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল খালিক, বাবুল মিয়া, আব্দুস সাত্তার, শহিদুল হাসান মিটু, ফয়ছল আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে; পাইওনিয়ারস এডুকেশন এডমিশন কনসাল্টেন্সি লিমিটেড দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে স্টুডেন্টস ভিসা প্রসেসিং এবং কনসালটেন্সি প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে কাজ করছে।