
একুশে নিউজ ডেস্ক:: ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের আওতাধীন কোতোয়ালী থানা শাখার উদ্যোগে শুক্রবার (৭ মে) বিকাল ৫ টায় নগরীর সুরমা মার্কেটস্থ ৩য় তলায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কোতোয়ালী থানা শাখা সভাপতি মুহাম্মদ শাহীন ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহিদুল ইসলাম সাজুল এর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার মুহতারাম সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ আরফান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালী থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোহেল আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কোতোয়ালী থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মঞ্জিল আলী, দপ্তর সম্পাদক মুহাম্মদ সোহেল আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুস ছামাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ জুয়েল আহমদ, সংখ্যলঘু সম্পাদক মুহাম্মদ ছবির আহমদ, ও কোতোয়ালী থানা শাখার আওতাধীন ১৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন, ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক মুহাম্মদ আব্দুল ওয়াহিদ সদস্য সচিব মুহাম্মদ জসীম মিয়া, ও সহ প্রমুখ।