• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তানিম হত্যা মামলায় রায়: ২ জনের ফাঁসি. ১০জনের যাবজ্জীবন ও ৩ জনকে বেকসুর খালাস

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২১
তানিম হত্যা মামলায় রায়: ২ জনের ফাঁসি. ১০জনের যাবজ্জীবন ও ৩ জনকে বেকসুর খালাস

স্টাফ রিপোর্টার::
সিলেট নগরীর টিলাগড়ে চাঞ্চল্যকর ও আলোচিত ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যা মামলার ১২ জন আসামীকে সাজা দিয়ে রায় প্রদান করেছেন সিলেট মহানগর দায়রা আদালতের জজ আব্দুর রহিম। গতকাল বৃহস্পতিবার (২৫মার্চ) দুপুর ১২:৩০ মিনিটে এ রায় প্রদান করেন বিচারক।

ফাঁসির আদেশ প্রাপ্ত ২ জন আসামী হলেন- ছাদিকুর রহমান আজলা ও শেখ মুতাছির আলী এবং তাদেরকে অনাদায়ে দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। যাবজ্জীবন আদেশ প্রাপ্ত ১০ জন আসামী হলেন হাসান আহমদ, রুহেল আহমদ, ফখরুল ইসলাম, বদরুজ্জামান সাগর, মো; রাহাদ, ফরহাদ, জয়নাল আবেদীন ডায়মন্ড, সুমন মিয়া, আরিফ আহমদ, সজিবুর রহমান সহ প্রত্যেককে অনাদায়ে এক লক্ষ টাকা জরিমান করা হয়।

বেকসুর খালাস প্রাপ্ত ৩ জন আসামী হলেন-রঞ্জন দে, কাওছার জামাল, তোফায়েল আহমদ।
মামলার শুরু থকে যাবজ্জীবন প্রাপ্ত ৩ জন আসামী ফখরুল ইসলাম, সুমন মিয়া, সজিবুর রহমান পলাতক রয়েছেন। সাজা প্রাপ্ত ও খালাস প্রাপ্ত অন্যান্য আসামীগণ রায় প্রচারের সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আসামীদের বিরুদ্ধে বিগত ২৬/০৯/২০১৮ইং তারিখে অভিযোগ পত্র দাখিল করেন শাহপরান (রহ.) থানার এসআই রিপন পুরকায়স্থ। আসামীদের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালত বিচারের জন্য ১১৪/৩০২/১৪৩/৩৪ ধারায় চার্জ গঠন করেন।

ঘটনায় সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, বিগত ৭ জানুয়ারি ২০১৮ ইং সনে রাত ৯টায় সিলেট নগরীর টিলাগড় এলাকায় সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক রনজিত সরকার ও মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ অনুসাসীদের মধ্যে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীন কোন্দলে আজাদ অনুসারীদের হাতে খুন হন সিলেট সরকারী কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্র তানিম খান। ঘটনার পরে ১০ জানুয়ারি নিহত তানিমের বন্ধু দেলোয়ার হোসেন বাদী হয়ে ২৯ জন আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫ জনের নামে শাহ পরান (রহ.) থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ১৫ জনের নাম উল্লেখ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপটন পুকায়স্থ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শাহপরান জিআর মামলা নম্বর ছিল ০৪/২০১৮ এবং দায়রা বিচারিক নাম্বার ছিল ৯৩০/১৮।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের পিপি নওশাদ আহমদ চৌধুরী। তিনি এ রায়ের সন্তুষ্ঠি প্রকাশ করে বলেন, প্রকৃত খুনিদের শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্টিত হবে এবং সমাজ থেকে অন্যায় অবিচার কমবে।

আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শাহ মোশাহিদ আলী ও সালেহ আহমদ হিরা। আসামী পক্ষের আইনজীবীরা বলেন, পক্ষপাতিত্বমূলক ভাবে এ রায় প্রদান করা হয়েছে। ন্যায় বিচারের জন্য আমরা উচ্চ আদালতে আপীল করব।