• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট কোতোয়ালি থানা দায়িত্বশীলের মৃত্যুতে মহানগর ইসলামী আন্দোলনের শোক

admin
প্রকাশিত মে ১০, ২০২১
সিলেট কোতোয়ালি থানা দায়িত্বশীলের মৃত্যুতে মহানগর ইসলামী আন্দোলনের শোক

একুশে নিউজ ডেস্ক:: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শফিক মিয়া গতকাল শনিবার (৮ মে) দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাগবাড়িস্থ বাসায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

মুহাম্মদ শফিক মিয়ার মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষণাৎ উপস্থিত হন মহানগর ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. আনোয়ার হুসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ খুবাইব, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ও কোতোয়ালি থানা সভাপতি মনির হোসাইন প্রমুখ।

শনিবার (৮ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ ও সেক্রেটারী হাফিজ মাও. মাহমুদুল হাসান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।