
একুশে নিউজ ডেস্ক:: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিউ-ইংল্যান্ডে বসবাসরত সর্বস্তরের জনগণ এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড বেইনের সাধারণ সম্পাদক এবং আই,সি,সি,এম মেডফোর্ড এম এ এর পরিচালক পরিষদের সদস্য ও শেখপুর ইয়াং সোসাইটি এর উপদেষ্টা ওমর এফ. সামি।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। রমযানের দাবি হলো কুরআনের আলোকে একটি তাকওয়া ভিত্তিক ইসলামী সমাজ কায়েম করা। মাহে রমজানের সিয়াম সাধনা ও ঈদুল ফিতর আমাদেরকে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে উদ্বুদ্ধ করে।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদ মুসলমানদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য সকলকে আহবান জানান।
তিনি করোনা নামক এই মহামারি থেকে পরিত্রাণ এর তৌফিক কামনা করেন ও ঈদের আনন্দকে সবার মাঝে বিলিয়ে দিয়ে আলোকিত আগামীর বাংলাদেশ গড়ার আহবান জানান।
এসএএম