
একুশেনিউজ ডেস্ক::
নিজ গ্রামে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেন। শনিবার রাত ১০টায় মৌলভীবাজার জেলার শরীফপুর ইউনিয়নের নমৌজা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিছু সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আবুল হোসেন জানান, স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পরে শনিবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে পূর্ব থেকে ওতপেতে থাকা হাবিবুর রহমান শিপু ও তার সহযোগীরা বাশ ফেলে আমার মটর সাইকেলের গতিরোধ করে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে তাৎক্ষণিক তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবির পর্যবেক্ষণে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আবুল এখনো আশংকামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আহত আবুল হোসেনের পরিবার।