• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশিষ্ট ব্যবসায়ী বশিদ আলী নিখোঁজ, পরিবারের দাবী তাকে গুম করা হয়েছে

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০১৯
বিশিষ্ট ব্যবসায়ী বশিদ আলী নিখোঁজ, পরিবারের দাবী তাকে গুম করা হয়েছে

স্টাফ রিপোর্টার::

সিলেটের কামাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী বশিদ আলী ব্যবসা প্রতিষ্টান হতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন। গত সোমবার রাতে কামাল বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এরপর তাকে বিভিন্ন জায়গায় খুজাখুজি করে পাওয়া যায়নি।

নিখোঁজ বশিদ আলীর পরিবার জানায়, স্থানীয় কামাল বাজারে তাদের নিজস্ব প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজ থেকে প্রতিদিনের ন্যায় রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে কে বা কারা তাকে গুম করে ফেলে। এরপর তারা সম্ভাব্য সকল স্থানে খুজাখুজি করে কোথায়ও তার সন্ধান পাননি।

বশিদ আলীর পরিবারের দাবী তারা পুলিশের সাহায্য চাইলে, পুলিশ তাদের কোনো আইনি সহযোগিতা করেনি।

এদিকে বশিদ আলী গুমের বিষয়ে তাহার স্ত্রী ফুলতেরা বেগম সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, বশিদ আলীর আপন ছোট ভাই আওয়ামীলীগ নেতা জবান আলী আমাদের সম্পত্তি দখল করতে দীর্ঘদিন থেকে নানা ভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই সূত্র ধরে সম্পত্তির লোভে আমার স্বামী বশিদ আলীকে গুম করেছে জবান আলীর লোকজন। কারণ গুমের ঘটনার পর তাহার আচরনে বুঝা যাচ্ছে, যে জবান আলী আমার স্বামীকে গুম করেছে। সে অনেক দিন ধরে আমার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

গুমের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন নিখোঁজ’র খবর শুনেছি আমরা বিষয়টি খতিয়ে দেখবো।