
একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হুসেন আজিজের মাতা ও সাবেক ছাত্রনেতা আলীউর রহমান আলীর পিতা আব্দুল খালিক সাদু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ মে) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বিদেহী আত্মাদ্বয়ের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।