• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

admin
প্রকাশিত মে ২৯, ২০২১
সিলেটে ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

একুশেনিউজ ডেস্ক::

পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি জীবন মরণের সন্ধিক্ষণে। লিভার, খাদ্যনালীসহ বিভিন্ন রোগে ভুগছেন ২৬ বছরের যুবক ফুলমিয়া। সুরমা নদীর চাঁদনীঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। সিলেটের সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিরেরগাঁও নোয়াপাড়ার বাসিন্দা ফুল মিয়া ৮ ভাইবোনের মধ্যে সবার বড়। বাবাহীন পরিবারে মা এবং ছোট ভাইবোনদের নিয়ে পরিবারের হাল ধরায় এখনো বিয়ের পিড়িতেও বসা হয়নি তার। দীর্ঘদিন থেকে ফুল মিয়ার অসুস্ততায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। সিলেটে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়েও কাজ হচ্ছে না।

চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া প্রয়োজন। ঢাকায় নিয়ে অপারেশন করাতে পারলে আবারো সুস্থ হয়ে উঠবেন তিনি। এ জন্য প্রয়োজন ২-৩ লক্ষ টাকার। ইতোমধ্যে ফুল মিয়ার চিতিৎসার্থে পরিবারের শেষ সম্বল গরুগুলোও বিক্রি করে দিয়েছেন তারা। এখন নিরুপায় হয়ে ছেলেকে বাঁচাতে বিত্তবানদের সাহায্য চেয়েছেন পরিবারের সদস্যরা।

রোগাক্রান্ত ফুলমিয়ার ছোটভাই নৌকা চালক কাওছার মিয়া বলেন, আমার ভাইকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। এই টাকা সংগ্রহ করতে পারলে ভাইকে বাচানো সম্ভব। এজন্য সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন কাওছার মিয়া।

ফুলমিয়ার মা সাজিদা বেগম কান্নাজড়িত কন্ঠে আকুতি জানাচ্ছেন ছেলেকে ফিরে পেতে। তিনি বলেন, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী অনেক সহযোগীতা করেছেন। শেষ পর্যায়ে ঘরের আসবাবপত্র এমনকি গোয়াল ঘরের গরুগুলোও বিক্রি করেদিয়েছি। এখন হৃদয়বানদের সহযোগিতার দিকে তাকিয়ে আছি।

সকলের ছোট বড় সহযোগিতার জন্য একটি পার্সোনাল বিকাশ নাম্বারও দিয়েছেন ফুলমিয়ার মা সাজিদা বেগম। বিকাশ নাম্বারটি হলো ০১৭৫২-২৫৭৮৩০।