• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাউন্সিলর আজাদের বড় ভাই আজিজুর রহমান মানিকের সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল

admin
প্রকাশিত মে ২৯, ২০২১
কাউন্সিলর আজাদের বড় ভাই আজিজুর রহমান মানিকের সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল

একুশেনিউজ ডেস্ক::
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ এর বড় ভাই টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান মানিক অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধিন আছেন । অসুস্থ আজিজুর রহমান মানিকের সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার প্রতিষ্টাতা সভাপতি মোর্শেদ আলম মান্না, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক বদরুল আহমদ বুলবুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক,ঘিলাছড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ এইচ দানিয়েল,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক দেওয়ান ফাহিম, সিলেট মহানগর যুবলীগ নেতা শাহিদুল ইসলাম সাহিদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য রানা আহমদ জিপু,যুবলীগ নেতা কামরুল হাসান সাবুল,দোয়েল প্রমুখ।