• ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেট-ঢাকা মহাসড়কে কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

admin
প্রকাশিত মে ৩০, ২০২১
সিলেট-ঢাকা মহাসড়কে কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: সিলেট-ঢাকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় শাকিল আহমদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ভরাউট রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শাকিলের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায় বলে জানান স্থানীয়রা। তিনি দীর্ঘদিন থেকে লালাবাজার এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারকালে একটি দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো-খ-১১-৫৬০২) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়।

এ ব্যাপারে এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করে থানায় নেওয়া হয়েছে।