
একুশে নিউজ ডেস্ক:: উত্তর কাজীটুলা নিবাসী বীর মুক্তিযোদ্ধা, সাবেক জিপি প্রবীন আইনজীবী আব্দুল মুকতি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর।
রবিবার (৩০ মে) গণমাধ্যমে এক শোকবার্তায় আবু জাফর বলেন, মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মুকিত চৌধুরী ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি। আব্দুল মুকিত চৌধুরীর মৃত্যু সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে।
এক বিবৃতিতে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এডভোকেট আব্দুল মুকিত চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।