একুশেনিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিলেট আগমণকে স্বাগত জানিয়েছে আনন্দ র্যালী বের করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও ছাত্রদল।
শুক্রবার (৪ অক্টোবর’১৩) নগরীর মিরাবাজার থেকে আনন্দ র্যালী শুরু হয়ে চৌহাট্টা গিয়ে গিয়ে হয়।
আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মিসবাহ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুদ্দিন সুহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েছ লোদী, এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচন, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ, জেলা ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম, জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা ও শাহপরাণ (রহঃ) থানা বিএনপির সদস্য সৈয়দ জায়েদ আহমদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সোহাগ আহমদ, জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক জাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, মারুফ আহমদ, আব্দুল মুনিম লষ্কর, শ্যামল আহমদ, জাহেদ আহমদ, রুবেল আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, ২০নং ছাত্রদলের সভাপতি শামীম আহমদ, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কুদ্দুছ আলী প্রমুখ।