
একুশেনিউজ ডেস্ক::
কোভিড-১৯ সহ সকল মহামারি ও যে কোন দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে সিলেটে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্ট ইউনিটি (ডিজেস্টার ম্যানেজমেন্ট), সিলেট এর উদ্যোগে রবিবার (২৭ জুন) সকালে নাইওরপুল পয়েন্ট থেকে মিরাবাজার হয়ে ফরহাদ খাঁর পুল পর্যন্ত রাস্তাঘাটসহ দোকান ও মার্কেটের সামনে পরিস্কার পরিচ্ছন্ন ও সেনিটাইজ করা হয়।
এসময় সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের আহবায়ক বদরুল আজাদ রানা বলেন, নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার কাজ আমরা আরম্ভ করেছি। আমাদের কাজ চলমান থাকবে। আমরা বিভিন্ন পাড়া-মহল্লাসহ সব জায়গায় ধারাবাহিক কাজ করে যাব।
মিরাবাজার কয়েকজন ব্যবসায়ী ও পথচালী সকালে ছাত্রদের দ্বারা এই সাহসী ও উদ্যমী কাজের প্রশংসা করেন।